প্রতি মাসে একবার সমন্বয় কমিটির মিটিং হয়:-
অংশীদারিত্বমূলক পলস্নী উন্নয়ন প্রকল্প-২
বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড
ইউনিয়ন সমন্বম কমিটি সভা নং-১০৪
সময়ঃ ১১.০০ঘটিকা স্থানঃ বল্লা ইউপি ভবন। তাং ২৯-১২-২০১৪ ইং
অদ্যকার সভায় সভাপত্বিত করেন বলস্না ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী চান মাহমুদ সাহেব। সভা পরিচালনা করেন সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ নজরম্নল ইসলাম।
আলোচ্য সূচী ১ঃবিগত সভার কার্য বিবরণী পাঠ সংশোধন ও অনুমোদনঃ সভার প্রথমে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। কোন সংশোধনী না থাকায় সর্ব সম্মতিক্রমে রেজুলেশন টি গৃহিত ও অনুমোদিত হয়।
আলোচ্য সূচী ২ঃআইন শৃংঙ্খলা ও নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে
ক্র:নং | বিষয় | আলোচনা | সিদ্ধামত্ম |
১ | আইন শৃঙ্খলা | বলস্না ইউনিয়নের সকল গ্রামে গ্রাম কমিটি ও ইউপির সহযোগিতায় আইন শৃঙ্খলা উন্নয়ন করার জন্য মাদক ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করার জন্য সভায ব্যাপক আলোচনা করা হয়। | দ্রম্নত গতিতে সকল গ্রামে সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটি গঠন করার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়। |
২ | বাল্য বিবাহ | ঊাল্য বিবাহ রোধ করার জন্য সবাইকে সজাগ থাকার আহবান করা হয়। | জন্ম নিবন্ধন দেখে বিবাহ রেজিস্ট্রেশন করার জন্য সিদ্ধামত্ম গ্রহিত হয়। |
৩ | নারী ও শিশু নিযার্তন | নারী ও শিশু নির্যাতন যাতে কোন গ্রামে না হয় সবাইকে দৃষ্টি রাখার জন্য আলোচনা হয়। | শিশু শ্রম বন্ধ করার সিদ্ধামত্ম গৃহিত হয়। যৌতুক বিরোধী আন্দোলন কারার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়। |
আলোচ্য সূচী ৩ঃবিগত সভায় গৃহীত সিদ্ধামত্ম সমূহের অগ্রগতি ও পর্যালেচনা সংক্রামত্ম আলোচনা।
ক্র:নং | বিষয় | আলোচনা | সিদ্ধামত্ম |
১ | স্কীম | ৪০ দিনের কর্মসূচি বর্তমানে চলমান | উক্ত কাজ সকলকে দেখা-শুনা করার সিদ্ধামত্ম গৃহিত হয়। |
২ | প্রশিÿণ | সকল গ্রামে জিসির চাহিদা অনুযায়ী সরকারী বিভাগের সহযোগিতায় প্রশিÿণ দেওয়া হবে। | প্রক্রিয়াধীন |
৩ | ইউসিসিএস | নিয়মিত সভা করা | সকল সদস্যদের সাথে যোগাযোগ |
৪ | ওয়ার্ড সভা ও জিসিএস | সকল ওয়ার্ডে ওয়ার্ড সভা করার জন্য আলোচনা। সকল জিসিতে জিসিএস করার জন্য আলোচানা। | সকল ওয়ার্ডে যোগাযোগ। সকল জিসিতে লিংকরা |
আলোচ্য সূচী ৪ঃগ্রাম কমিটি কতৃর্ক গ্রাম উন্নয়ন বিষয়ক আলোচনা ঃ
ক্রঃনং | গ্রাম কমিটি প্রতিনিধির নাম | জিসিএম এর সিদ্ধামত্ম |
১ | মোঃ নাজমুল হোসাইন সভাপতি, রামপুর | কমিউনিটি ক্লিনিকের গেইট নির্মাণ, কৃষি , স্বাস্থ্য বিষয়ে প্রশিÿণ। |
২ | মোফাখরাম্নল ইসলাম, সভাপতি, বলস্না পূর্ব পাড়া | পাড়া রাসত্মা করার সিদ্ধামত্ম, স্বাস্থ্য বিষয়ক প্রশিÿণের দাবী জানান |
৩ | মোঃ জুলহাস উদ্দিন, সভাপতি, কুকরাইল | পাড়া রাসত্মা সংস্কার ও কৃষি,স্বাস্থ্য বিষয়ক প্রশিÿণ |
৪ | আবু তাহের, সভাপতি, সরাগী | কৃষি ও স্বাস্থ্য বিষয়ক প্রশিÿণের দাবী জানান |
৫ | স্বপন কুমার ব্যানার্জী- সভাপতি ,বলস্না পাল পাড়া | পাড়া রাসত্মা সংস্কার করার সিদ্ধামত্ম, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিÿণের দাবী জানান । |
৬ | মোঃ ওয়াজেদ, সভাপতি, মধ্য রামপুর | বর্তমানে ৪০ দিনের কাজ চলমান । কৃষি প্রশিÿণের প্রযোজন। |
আলোচ্য সূচী ৫ঃস্কীম ও প্রশিÿণ সংক্রামত্ম আলোচনা
ক্র: নং | বিষয় | আলোচনা | সিদ্ধামত্ম |
১. | স্কীম | ৪০ দিনের কর্মসূচীর মাধ্যমে ৫ টি প্রকল্প চলমান ( এটি জিসিতে) | এধ্য রামপুর, কাজীবাড়ী, বলস্ন পশ্চিম পাড়া, কামান্না, বড়টিয়অ বাড়ী, |
২. | প্রশিÿণ: কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি, জনস্বাস্থ্য, প্রাণী-সম্পদ মৎস্য চাষ ও বাল্য বিবাহ রোধ | বলস্না পাল পাড়া, হল পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মধ্য রামপুর, দ:ামপুর, কুকরাইল, কাজীবাড়ী,সরাগী মধ্য কামান্না, উত্তর রামপুর, উত্তর সিংগাইর, পূর্ব সিংগাইর, বড়টিয়া বাড়ী, বেহালা বাড়ী, দড়িখশিলা, মধ্য সিংগাইর | সকল জিসিতে পর্যায় ক্রমে প্রশিÿণ দেওয়ার সিদ্ধামত্ম গৃহীত হয়। |
আলোচ্য সূচী ৬ঃজাতিগঠন মূলক স্যস্থা এনজিও কমীদেও অগ্রগতি ও অগ্রীম কর্মসূচি সংক্রামত্ম আলোচনাঃ
ক্র: নং | নাম ও পদবী | অগ্রগতি | অগ্রীম কর্মসূচি | সিদ্ধামত্ম |
১. | মোঃ শাজাহান নলকুপ মেকানিক | ২৫টি নলকূপ পরিদর্শন ২টি মেরামত | ৩০ টি পরিদর্শন | প্রতিমাসে UCCM থাকার সিদ্ধামত্ম |
২. | আঃ রকিব প্রাণী সম্পদ | খামার জরিপ কাজ চলমান | খামার জরিপ কাজ চলমান | ঘাঁস মুরগীর ভ্যাকসিন দেওয়ার জন্য সিদ্ধামত্ম |
৩. | গনেশ চন্দ্র সরকার ইউনিয়ন সমাজকর্মী | অনলাইনে বয়স্ক ভাতা বিধবা, প্রতিবন্ধি, মুক্তিযোদ্ধা ভাতা ভোগীদেও আইডি কার্ডসহ যাবতীয় তথ্য তালিকা তৈরি কওে প্রধানমন্ত্রীর দপ্তওে প্রেরণ কাজ চলমান | উক্ত কাজ চলমান | উক্ত বিভাগের সহযোগিতা করার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়। |
৪. | এসএস দেলোয়ার হোসেন SAAO | শীতকালীন সবজি চায়, বোর বীজতলা পরিচর্যা, গমের জমিতে পানি দেওয়া, সরিয়া জাব পোকা দমন | গুটি ইউরিয়া সার ব্যবহার,লাইনে বোর রোপন, পাচিং, উপশী বোর ধান রোপন সুষম সার ব্যবহার | বিঘা প্রতিসার দেওয়ার সিদ্ধামত্ম ইউরিয়া ৩০-৩৫ কেজি, টি এসপি ১৮-২০ কেজি, এসওপি ১৫/১৮ কেজি, জিপসাম-১০/১৫ কেজি, দসত্মা- ১ কেজি |
৫. | মোঃ আজাহারম্নল ইসলাম- পরিচালক নিজেরা শিখি | সেলাই প্রশিÿণ চলমান | সেলাই প্রশিÿণ চলমান | বলস্না প্রশিÿণার্থীদের জন্য স্থান নির্বাচন করার সিদ্ধামত্ম। |
আলোচ্য সূচী ৭ :ইউপি সদস্য/সদস্যাদের কার্যক্রমের অগ্রগতিঃ
জনাব মোঃ হাবিবুর রহমান, বর্তমানে ট্যাক্স আদায় ভাল না, দ্রম্নত গতিতে সকল গ্রাম হতে ইউপি ট্যাক্স পরিশোধ করার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়।
সভাপতি মহোদয় সকলকে সালাম ও ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী মাসে সমন্বয় সভায় সবাই আসবেন, এসে স্বাÿর দিয়ে কেউ যাবেন না। বর্তমানে বলস্না ইউনিয়নের আইন শৃঙ্খলার অবস্থা ভাল । দ্রম্নতগতিতের ইউপি ট্যাক্স আদায় কারী নিযোগ দেওয়া হবে। আপনারা ট্যাক্স পরিশোধ করবেন।
অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে আগামী মিটিংয়ে যথা সময়ে উপস্থিত থাকার আহবান রেখে সভার সমাপ্তি ঘোষনা করেন।
চান মাহমুদ
সভাপতি
বল্লা ইউনিয়ন সমন্বয় কমিটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস