Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ

সভার কার্যবিবরনী
৯ নং বল্লা ইউনিয়ন পরিষদ
কালিহাতি, টাঙ্গাইল।

সভাপতি ঃ জনাব মোঃ ফরিদ আহমেদ , চেয়ারম্যান,বল্লা ইউপি, কালিহাতি, টাঙ্গাইল।
সভার ¯’ান ঃ ইউপি সভা কক্ষ, বল্লা ইউপি, কালিহাতি, টাঙ্গাইল।
সভার তারিখ ঃ ০৮/০৮/২০২৩ ইং সময় ঃ সকাল ১২.০০ ঘটিকা

সভায় উপ¯ি’ত সদস্যগনের নামঃ
হাজিরা রেজিস্টার মোতাবেত সংরক্ষিত

আলোচ্য সুচি ঃ

১। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন ।
২। আইন শৃঙ্খলার বর্তমান পরি¯ি’তি প্রসঙ্গে আলোচনা।
৩। বাল্য বিবাহ প্রসঙ্গে আলোচনা।
৪। বিবিধ।

১। অদ্যকার সভার সভাপতি ও ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ফরিদ আহমেদ সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরাম্ভ কার হয়। সভার শুরুতেই উপ¯ি’ত সদস্যগনের হাজিরা স্বাক্ষর গ্রহন করা হয় এবং বিগত সভার কার্যবিবরনী পাঠ করিয়া শুনানোর পর উহাতে কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে বিগত সভার কার্যবিবরনী অনুমোদিত ও গৃহিত হয়।

২। আলোচ্যসূচি মোতাবেক সভাপতি মহোদয় আইন শৃঙ্খলার বর্তমান পরি¯ি’তি সম্পর্কে জানতে চাইলে উপ¯ি’ত সদস্যগন জানান যে, আইন শৃঙ্খলার বর্তমান পরি¯ি’তি পূর্বের যে কোন সময়ের তুলনায় ভালো। অপরিচিত লোক গ্রামের পাড়া মহল্লায় বিনা প্রয়োজনে যাতে ঘোরাফেরা করতে না পারে এবং সন্ধ্যার পর স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীগন যাতে বাহিরে না থাকে এ ব্যাপারে জন সচেতনতা সৃষ্টির জন্য সকলকে আহবান জানানো হয়। আইন শৃঙ্খলা পরি¯ি’তি অধিকতর উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ড আইন শৃঙ্খলা কমিটির সভা নিয়মিত অনুষ্ঠানের জন্য সদস্যগনের প্রতি অনুরোধ জানানো হয়। আইন শৃঙ্খলা পরি¯ি’তির অবনতির পূর্বাভাস পাওয়া মাত্র নিন্ম স্বাক্ষরকারী সহ উপজেলা নির্বাহী অফিসার ও আইন প্রয়োগকারী সং¯’ার নিকট তাৎক্ষনিক অবহিত করানোর জন্য সদস্যগনকে পরামর্শ দেওয়া হয়।

৩। আলোচ্যসূচি মোতাবেক সভাপতি মহোদয় বাল্য বিবাহের বর্তমান পরি¯ি’তি সম্পর্কে জানতে চাইলে উপ¯ি’ত সদস্যগন জানান যে, গ্রামের পাড়া মহল্লায় খোঁজ নিয়ে দেখা যায় এখন আর পূর্বের মত বাল্য বিবাহ অনুষ্ঠিত হয় না। সাধারন মানুষ এখন নারী শিক্ষার প্রতি অনেক সচেতন। সমাজের ধনী গরিব সহ সর্বস্তরের মানুষই তাদের সন্তানদেরকে উ”চ শিক্ষার দ¦ারপ্রান্তে পৌছাতে আগ্রহী। শিক্ষার প্রতি প্রবল আগ্রহের কারনে বর্তমান সমাজ ব্যব¯’া হতে বাল্য বিবাহ প্রায় নিরুদ্দেশ হওয়ার পথে। পরিবেশ পরি¯ি’তির কারনে অথবা দূর্ঘটনা বশত কোথাও বাল্য বিবাহের পূর্বাভাশ পাওয়া মাত্র নিন্ম স্বাক্ষরকারী সহ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সং¯’ার নিকট তাৎক্ষনিক অবহিত করানোর জন্য সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।


৫। বিবিধঃ বিবিধ বিষয়ে অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপ¯ি’ত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিয়া সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।




(মোঃ ফরিদ আহমেদ)
চেয়ারম্যান
৯ নং বল্লা ইউনিয়ন পরিষদ
কালিহাতি, টাঙ্গাইল।