Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি
ভাষা সংস্কৃতি -  বল্লা বাসির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। এ অঞ্চলের লোকজন আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলতে ভাল বাসে।  বিভিন্ন অঞ্চল থেকে এসে অনেকেই এ অঞ্চলে বসতি ঘরে তুলেছে। তাদেরকে স্থানীয় লোকজন বাহিরের গ্রামের লোক বলে । বাহিরের গ্রামের লোকদের সাথে স্থানীয়দের সংস্কৃতিতে ব্যবধান লক্ষ্য করা যায়।
 
এখানকার নারী-পুরুষ সবাই পরিশ্রমী সেকারনে জাতীয় সংস্কৃতি এর কোন প্রভাব লক্ষ করা যায় না। এখানে নারীদের প্রধান পোষাক শাড়ি। সালোয়ার কামিজেরও চল রয়েছে- বর্তমানে ব্যপক প্রসার হচ্ছে।পুরুষদের প্রধান পোষাক লুঙ্গি,তবে দাপ্তরিক পোশাক হিসেবে শার্ট-প্যান্টকে আভিজাত্যের অংশ মনে করা হয়। বিশেষ অনুষ্ঠানে পুরুষরা পাঞ্জাবী-পায়জামা পরিধান করে থাকেন।
 
ক্রিকেট ও ফুটবল বল্লাবাসির জনপ্রিয়তম খেলা।
 
বিনোদন বলতে স্যাটেলাইট চ্যানেল দেথে অবশর যাপন করে।