বরাবর,
চেয়ারম্যান সাহেব
বলস্না ইউনিয়ন পরিষদ
বলস্না বাজার,কালিহাতী,টাঙ্গাইল।
বিষয়ঃ বলস্না মৌজায় জমি সংক্রামত্ম বিষয়ে সুষ্টু বিচারের জন্য আবেদন পত্র।
বাদীঃ বিবাদীঃ
1. মোঃ মিজানুর রহমান ১. নুরম্নজ্জামান
2. মোঃ মোজাহারম্নল ইসলাম ২. বদিউজ্জামান
3. মোঃ মিন্টু মিয়া ৩. আসাদুজ্জামান
পিং- মৃত আব্দুল গনি পিং- চান মামুদ
সাং- বল্লা, কালিহাতী, টাঙ্গাইল সাং- ধানগড়া, কালিহাতী, টাঙ্গাইল।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক সবিনয় বিনীত নিবেদন এইযে, আমরা নিমণ স্বাক্ষরকারী বাদী পক্ষ আপনার নিকট আবেদন করিতেছি যে, বলস্না মৌজায় আমাদের নিমণ তপশীল বর্নিত দাগে নিজস্ব ও পত্তিক সম্পত্তি রহিয়াছে। বিবাদী পÿ উক্ত সম্পত্তি জোড় পূর্বক দখল এবং তছরম্নপ করিতেছে। উক্ত জমির প্রাপ্ত হিস্যা বুঝিয়া পাওয়ার জন্য এবং বিবাদীদের সহিত জমি সংক্রামত্ম বিষয়ে শামিত্মপূর্ন ভাবে মীমাংসার লক্ষ্য সুষ্ঠু ভাবে সুবিচার এর জন্য বাদী পক্ষ হিসাবে আপনার নিকট আবেদন করিতেছি। নিমেণ জমির তপশীল উলেস্নখ করা হইল । এবং জমির এস.এ রেকর্ড এবং বর্তমান রেকডিও পর্চা আপনার সুবিচারের জন্য আবেদন পত্রের সহিত সংযুক্ত করা হইল।
জমির তপশীলঃ-
মৌজা- বলস্না
সাং দাগ- ৫৯৮ হাল দাগ- ৯৫৬ শ্রেনী দোকান, জমি- ০০৩২ পয়েন্ট জমি,
সাং দাগ- ৫৯৮ হাল দাগ- ৯৫৬ শ্রেনী দোকান, জমি- ০০১৪ পয়েন্ট জমি,
সাং দাগ- ৫৯৮ হাল দাগ- ৯৫৬ শ্রেনী দোকান, জমি- ০১০০ পয়েন্ট জমি,
সর্বমোট= ০১৪৬ (এক শতাংশ ছয়চলিস্নশ পয়েন্ট জমি বাদী পÿ প্রাপ্ত)
অতএব, হুজুর সমীপে বিনীত আরজ বাদী পÿÿর আবেদন পত্র গ্রহণ পূর্বক সুষ্ঠু ভাবে সুবিচার করিতে আপনার সুমর্জি হয়।
সংযুক্ত কপিঃ বিনীত নিবেদক
১. এস.এ পর্চা বাদী পক্ষ
২. বর্তমান রেকর্ড পর্চা ১.
৩. ২.
৩.
পিং- মৃত আব্দুল গনি
সাং- বল্লা, কালিহাতী, টাঙ্গাইল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস