Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববতী মামলার রায়

 

সূত্র  : মহোদয় আদালতের স্বারক নং-২৬৭ তাং-১৩/০১/২০১৪ইং মোতাবেক।

 

       বাদী                                  বনাম                               বিবাদী

 

মোসাঃ মরিয়ম  স্বামীঃ লুৎফর মিয়া                         ১. মোঃ খোরশেদ আলী  পিতাঃ মৃত ইউসুফ আলী

সাংঃ বড়টিয়া বাড়ী                                          ২. মোঃ জসিম উদ্দিন পিতাঃ খোরশেদ আলী

ডাকঘরঃ রামপুর বাজার                                         সর্ব সাংঃ চৌবাড়িয়া

কালিহাতী, টাঙ্গাইল।                                             নাগরপুর, টাঙ্গাইল।

 

 

 

               উপরোক্ত বিষয়ের সুত্রস্থ স্বারক পত্রের আদেশ মোতাবেক উলেস্নখিত নং মোকাদ্দমাটির তদমত্ম ভার আমার উপর অর্পিত হওয়ায় নথি পাওয়ার পর পর্যালোচনা করে মোকাদ্দমার বিষয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ তদ্দমেত্মর স্বার্থে পক্ষদ্বয়কে উপর্যুক্ত স্বাক্ষী ও প্রয়োজনীয় প্রমান পত্র সহ অত্র কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ ক্রমে নোটিশ জারি করা হয়। নির্ধারিত তারিখে জারিকৃত নোটিশের ফেরত কপি পাওয়া গেল এবং বাদী ও বিবাদী পক্ষ হাজির হয়। উপস্থিত পক্ষদ্বয়, পক্ষদ্বয়ের স্বাক্ষী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আলোচনা শুরম্ন হয়। আলোচনায় জানা যায় পারিবারিক কলহ ও পক্ষদ্বয়ের ভুল বুঝাবুঝির কারনে উক্ত মামলার সৃষ্টি হয় । উপস্থিত পক্ষদ্বয়, পক্ষদ্বয়ের স্বাক্ষী ও গন্যমান্য মাতাববর গনের সমন্বয়ে মোকাদ্দমার বিষয়ে অত্র কার্যালয়ে এক আপোষ মীমাংসায় মীমাংসীত হয় (কপি সংযুক্ত) এবং আর মামলা মোকাদ্দমা পরিচালনা করিবেন না মর্মে অঙ্গীকার করে।




 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার ,পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়

স্থানীয় সরকার বিভাগ।                                                                                               

   বিষয়ঃ গ্রাম আদালতের কর্মতৎপরতার উপর বার্ষিক অগ্রগতির প্রতিবেদন।

জেলার নামঃ টাঙ্গাইল                                                                                                        বিভাগের নামঃ ঢাকা ।

 

উপজেলার নাম

প্রতিবেদন

সময় কাল

দায়েরকৃত/

গ্রহনকৃত মামলার

সংখ্যা

নিস্পতিকৃত

মামলার সংখ্যা

বিচারাধীন

মামলার সংখ্যা

নিস্পতিকৃত/

সিদ্ধামত্ম

বাসত্মবায়নকৃত

মামলার সংখ্যা

 

আদায়কৃত ফিস

ধার্যকৃত

জরিমানা

আদায়কৃত

জরিমানা

কালিহাতী

জানুয়ারী-

ডিসেম্বর/২০১৪

      ৩৫

     ২৮

     ৭

    ২৮

       -

        -

       -

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মোট

 

      ৩৫

     ২৮

     ৭

    ২৮

       -

        -

       -