করোনেশন - রাজ্যাভিষেক, ৫ম জর্জ সিংহাসন ত্যাগ করেন, ৬ষ্ঠ জর্জ সিংহাসনে বসেন - ১৯১১ খ্রিঃ উহাকে স্বরণীয় করার জন্য ১৯১১ খ্রিঃ বিশিষ্ট ধর্নাঢ্য ব্যবসায়ী ও সমাজকর্মী, স্বর্গীয় বাবু নবীন চন্দ্র সাহা অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শতবর্শ তোরণ নির্মান করেন ২০০৯ - ২০১০ ইং সালের অর্থ বছরে ৩,৮০,০০০ টাকা উপজেলা পরিষদ কালিহাতী এবং বিদ্যালয়ের নিজেস্ব তহবিল ২,৭০,০০০ টাকা অর্থায়নে। ৩১ ডিসেস্বর ২০১০ ইং তারিখে ১০০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এবং ২৮ জানুয়ারী ২০১১ ইং তারিখে শতবর্ষ উদযাপন করেন।
করোনেশন - রাজ্যাভিষেক, ৫ম জর্জ সিংহাসন ত্যাগ করেন, ৬ষ্ঠ জর্জ সিংহাসনে বসেন - ১৯১১ খ্রিঃ উহাকে স্বরণীয় করার জন্য ১৯১১ খ্রিঃ বিশিষ্ট ধর্নাঢ্য ব্যবসায়ী ও সমাজকর্মী, স্বর্গীয় বাবু নবীন চন্দ্র সাহা অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস